Thursday, December 15, 2011

সৃষ্টির জয়রথ

রক্ত মাখা পায়ে যখন সিক্ত মাটি অন্য রকম 
স্যাতস্যাতে পথ চলার বাঁকে খুঁজে পাওয়া শুন্যতাকে
হটাত যখন  ব্যাকুল সুরে,কান্না চাপা শুরুর ভরে
বার্থ তখন মনের মাঝে জালিয়ে প্রদীপ দুখের সাঝে
বলতে চায়া অনেক কিছু ,হাতছানিতে ডাকছে পিছু
আমারও অনেক পাওয়ার আছে আমিও পারি সবার কাছে
করতে কিছু দেখিয়া দেওয়া ,সামনে শুধু এগিয়া যাওয়া
হোক না তাতে স্বল্প দেরি,হোক না সে রাত নিল আধারি
ভয় তাতে নেই হারিয়া যায়ার,ভয় যে শুধু  অনেক পাওয়ার
চাওয়া পাওয়ার মাঝে যে আজ অনেক ব্যবধান
আজি নতুন করে কেমনে চাই হৃত সম্মান
চাইতে আজি লজ্জা করে ,দুঃখগুলো কামড়ে ধরে
অভিমানগুলো আজকে যেন  বরই অভিমানী
বৃথা আশ্বাস দেওয়া যেন আজ শুধুই হয়রানি
তবু মন বলে এগিয়া যেতে,হারিয়া যাওয়াগুলো ফিরে পেতে
আধার যত আধার ততই যেন তাতেই যে তার অহংকার
ভুল করে তাই আধার রাতে ভুল করোনা পথ
যেন এমনিভাবেই আসবে তোমার সৃষ্টির জয়রথ 

                                  This is an original piece written by Rick 

No comments:

Post a Comment