Thursday, December 15, 2011

রাতের নোংরামি

রাত হলে নোংরামি শুরু হয়ে যায়
বাথরুম হয়ে ওঠে সুন্দরবন
বাঘিনীর আসে যেন থাবা দিয়ে যায়
রাতঘুম কেড়ে তারা হানা দিয়া যায়
মোহিনী আবেশে মন সাদা পিছিল
স্যাতস্যাতে শরীরটা হয়েছে পিছিল
জংলি ভুতের দলে নাম তুলে দিয়ে
এগিয়ে চলেছে পথ বিপরীতে গিয়ে
ধরাসরা জ্ঞান থাক অধরাতে ধরা
অবিরত বুকে কেউ নেড়ে চলে কড়া
কলসিতে ভরা জল পিপাসার জ্বর
ধোয়ার আগুনে উষ্ণ স্যাতস্যাতে ঘর
শাপে বর কাধে ভর দিয়া চলে ঘোরা দুরন্ত গতিতে
কুকুর জ বেপরোয়া অলিতেগলিতে
বসনবিমুখ কায়া শায়ার দুরিতে
ফাঁস দিয়ে জড়ানো গলার নলিতে
কলেবর যাযাবর জমিয়া আসর
আধার সে ঘরে যেন উষ্ণ আতর
বিছানাতে কোনো মতে ঠেকিয়া গতর
আর কখন সে রাত যেন হয়ে ওঠে ভোর
ছিটেফোটা লেগে থাকা স্যাতস্যাতে ঘর
আর প্রতি রাতে কেন মন হয় নিশাচর 

                         This is an original piece written by Rick

No comments:

Post a Comment