Wednesday, May 26, 2010

জীবন-মানে(ঋক্ সাহা)



                         জীবন-মানে
   আকাশ পথের ব্যরথ্ পাখী
খঁুজে বেড়ায় শূণ্যতাকে,
   নীলের নেশায় বুঝে না পায়...
সপনো খোজার রং যে ফিঁকে.
   চাতক যেমন জলের খোঁজে...
চেয়ে থাকে আপন মনে,
   ঠিঁক তেমনি ব্যারথ্ পাঁখী...
খুঁজে বেড়ায় বাঁচার মানে,
   দিনের শেষে যখন পাঁখী...
শান্তি খোঁজে গাছের ডালে,
   বুঝতে শেখে তাঁকেও কেউ...
ভালোবাসে ঠিঁক আড়ালে।
                           (ঋক্ সাহা)

2 comments:

  1. by the way second line a ektu correction dorkar...ekta typing mistake ache...first word from left..

    ReplyDelete